ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিএলের ফাইনাল ম্যাচ হবে পাঁচ দিনের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
বিসিএলের ফাইনাল ম্যাচ হবে পাঁচ দিনের ফাইল ফটো

চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল ম্যাচ চার দিনের পরিবর্তে হবে পাঁচ দিনের। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। এই প্রথম বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচ দিনের ম্যাচ হবে।
 

রেবাবার (১৬ ফেব্রুয়ারি) বিসিএলের তৃতীয় রাউন্ডের তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) চতুর্থ ও শেষ দিনের পর জানা যাবে বিসিএলের ফাইনালে খেলবে কোন দুই দল।

আগামী শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিসিএলের ফাইনাল ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে। অবশ্য ফাইনাল ম্যাচটি সিলেটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।