ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আফিফদের হারালো তৌহিদ হৃদয়ের দল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
আফিফদের হারালো তৌহিদ হৃদয়ের দল

হাই পারফরম্যান্স দলের একদিনের প্রস্তুতি ম্যাচে আফিফ হোসেন ধ্রু’র ‘এ’দলের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে তৌহিদ হৃদয়ের দল ‘বি’।  তানজিদ হাসান তামিম ও শামীম পাটোয়ারীর দাপুটে ব্যাটে মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।

 

শনিবার (০৭ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৫০ ওভারে ৭ উইকেটে ২৪০ রান সংগ্রহ করে টিম ‘এ’। দলের হয়ে ৬৯ বলে ৬৭ রান করেন নাঈম শেখ। আফিফ ৮০ বলে করেন ৫০ রান।  

এছাড়া ‘এ’ দলের শাহাদাৎ হোসেন ১৯, মাহমুদুল ইসলাম অঙ্কন ১৫, মৃত্যুঞ্জয় চৌধুরী ১৮, রাকিবুল হাসান ২৭, সুমন খান ১৭ রান করেন। তানভির ইসলাম ৩ ও শরিফুল ইসলাম ১৫ রানে অপরাজিত ছিলেন।

টিম ‘বি’ র হয়ে মুকিদুল ইসলাম মুগ্ধ ও রেজাউর রহমান রাজা ২টি, রিশাদ হোসেন ও শামীম পাটোয়ারি ১টি করে উইকেট শিকার করেন।  

২৪১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ওপেনার তানজিদ হাসান তামিমের ৭৪, শামীম পাটোয়ারির ৬৭ ও অধিনায়ক তৌহিদ হৃদয়ের ৫০ রানে ভর করে মাত্র ৪ উইকেটের বিনিময়ে জয় তুলে নেয় টিম ‘বি’।

টিম ‘এ’র হয়ে রাকিবুল হাসান, সুমন খান, তানভির ইসলাম ও নোমান চৌধুরী সাগর ১টি করে উইকেট নেন।  

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।