ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পিএসএল খেলতে আগামীকাল দেশ ছাড়ছেন তামিম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২০
পিএসএল খেলতে আগামীকাল দেশ ছাড়ছেন তামিম

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে আগামীকাল (১০ নভেম্বর, মঙ্গলবার) পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তামিম ইকবাল। তিনি ক্রিস লিনের জায়গায় লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন।

মঙ্গলবার সকালে এমিরেটসের একটি ফ্লাইটে সকাল ১০টা ১০ মিনিটে উড়াল দেবেন তামিম। বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।

এর আগে করোনার কারণে  টুর্নামেন্টের দুটি এলিমিনেটর ম্যাচ, একটি কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ স্থগিত করা হয়েছিল। সেই ম্যাচগুলো আগামী ১৪, ১৫ ও ১৭ নভেম্বর করাচিতে অনুষ্ঠিত হবে।

তামিম ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে পেশাওয়ার জালমির হয়ে খেলেছেন।

এদিকে এবারের পিএসএলে তামিম ছাড়াও বাংলাদেশ থেকে ডাক পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় তার যাওয়া হচ্ছে না। ইংলিশ অলরাউন্ডার মঈন আলীরর পরিবর্তে মুলতান সুলতানসে ডাক পান মাহমুদউল্লাহ।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
এমএমএস/আরএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।