ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

লঙ্কান প্রিমিয়ার লিগে খেলবেন না গেইল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
লঙ্কান প্রিমিয়ার লিগে খেলবেন না গেইল

লঙ্কান প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ক্রিস গেইল। এমন তথ্য নিশ্চিত করেছে তার দল ক্যান্ডি টাস্কার্স।

ইরফান পাঠান, মুনাফ প্যাটেল, কুশল পেরেরা, কুশল মেন্ডিস ও লিয়াম প্ল্যাঙ্কেটের মতোর তারকাদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী এই ব্যাটসম্যান যোগ দেওয়ার কথা ছিল।

এক টুইট বার্তায় ক্যান্ডি কর্তৃপক্ষ জানায়, দুঃখের সঙ্গে জানাচ্ছি ক্রিস গেইল এ বছর আমাদের হয়ে খেলছে না।

এলপিএলের এবারের আসরে ৫টি দল মোট ২৩টি ম্যাচ খেলবে। উদ্বোধনী ম্যাচে কলম্বোর মুখোমুখি হবে ক্যান্ডি। ২৬ নভেম্বর মাঠে গড়াবে প্রথম ম্যাচ।

প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে ১৩ ও ১৪ ডিসেম্বর সেমিফাইনাল এবং ১৬ ডিসেম্বর ফাইনালের মধ্যদিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।