আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্টের অন্যতম দল মিনিস্টার গ্রুপ রাজশাহী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজশাহীর টিম স্পন্সর মিনিস্টার গ্রুপের হেড অফিসে দলের লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক এম এ রাজ্জাক খান রাজ, দলের প্রধান কোচ সারওয়ার ইমরান, ম্যানেজার হান্নান সরকারসহ দলের ক্রিকেটাররা।
এই অনুষ্ঠানে দলের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত'র নাম ঘোষণা হয়।
অনুষ্ঠানে মিনিস্টার গ্রুপ রাজশাহী’ টিম ও মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এবং এফবিসিসিআই এর পরিচালক এম এ রাজ্জাক খান রাজ বলেন, ‘আমরা চেষ্টা করেছি বর্তমানে ভালো পারফর্ম করা খেলোয়াড়দের নিয়ে একটি উদ্যোমী দল তৈরি করার। উদ্বোধনী দিনেই আমাদের প্রথম খেলা বেক্সিমকো গ্রুপ ঢাকার সাথে। আমরা ২৪ তারিখ সবাইকে একটি ভালো উদ্ভোধনী খেলা উপহার দিতে চাই। আমাদের দলের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত। আমরা আশা করি, তিনি মিনিস্টার গ্রুপ রাজশাহীকে সঠিকভাবে পরিচালনা করা আমাদের সামনের দিয়ে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। “
টিম ম্যানেজার হান্নার সরকার বলেন, “মিনিস্টারকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য কেননা এ ধরনের উদ্যোগ আমাদের সামনে থাকা বড় টুর্নামেন্টের জন্য প্রস্তুত হতে সহায়তা করবে। এছাড়াও ধন্যবাদ আমাদের কোচ সা্রওয়ার স্যারকে কারণ তার সাথেই প্লেয়ার ড্রাফটের আগে অনেক পরিকল্পনার মাধ্যমেই আমাদের মিনিস্টার গ্রুপ রাজশাহীর দলটি তৈরি করা হয়েছে। টি২০ তে অলরাউন্ডিং পারফরম্যান্স খুবই গুরুত্বপূর্ণ, আর সেদিকেই লক্ষ্য রেখেই আমাদের দলটি তৈরী করা হয়েছে। আমি বিশ্বাস করি এই দলটির ভালো ক্রিকেট উপহার দেয়ার যোগ্যতা রয়েছে। ‘
এছাড়াও মিনিস্টার গ্রুপ রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই মিনিস্টার গ্রুপ এবং টিম অফিসিয়ালদের একটি তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে সামঞ্জস্যপূর্ণ দল তৈরি করার জন্য। আমরা প্রতি ম্যাচেই ভালো খেলে শিরোপার দিকে এগিয়ে যেতে চাই। ’
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ রাজশাহী।
মিনিস্টার গ্রুপ রাজশাহী: মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকার, আনিসুল ইসলাম ইমন, রেজাউর রহমান, জাকের আলি অনিক, রকিবুল হাসান সিনিয়র, মুকিদুল ইসলাম মুগ্ধ, সানজামুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
আরএআর/এমএইচএম