ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শেষ মুহূর্তে ফখর জামানকে বাদ দিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
শেষ মুহূর্তে ফখর জামানকে বাদ দিল পাকিস্তান ফখর জামান

সীমিত ওভারের বিশেষজ্ঞ ওপেনার ফখর জামানকে বাদ দিয়ে নিউজিল্যান্ড সফরে যাবে পাকিস্তান। শরীরে করোনা উপসর্গ দেখা দেওয়ায় দলের সঙ্গে যাওয়া হচ্ছে না ৩০ বছর বয়সী তারকার।

 

সোমবার (২৪ নভেম্বর) সকালে নিউজিল্যান্ড সফরে উড়াল দেবে পাকিস্তান। তার আগে রোববার (২৩ নভেম্বর) অসুস্থতার কারণে ফখরকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  

পিসিবি জানায়, ফখরকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি নেওয়া হচ্ছে দলের বাকিদের স্বাস্থ্য নিরাপত্তার কথা ভেবে।  

বোর্ডের এক কর্মকর্তা জানায়, ‘লাহোরে টিম হোটেলে আইসোলেশনের আছেন ফখর। শিগগিরই তার অবস্থা শনাক্ত করা হয় এবং পিসিবির মেডিক্যাল প্যানেল তাকে পর্যবেক্ষণ করছেন। ’

তিনি আরও জানান, ফখরের পরিবর্তে দলে কাকে নেওয়া হবে তা এখনও পরিস্কার করেনি বোর্ড।  

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।