ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাড়ে চার মাসে সৌরভের ২২ বার করোনা পরীক্ষা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
সাড়ে চার মাসে সৌরভের ২২ বার করোনা পরীক্ষা! সৌরভ গাঙ্গুলী/ছবি: সংগৃহীত

ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক ও বিসিসিআই (ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড) এর বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলী গত সাড়ে চার মাসে ২২ বার করোনা পরীক্ষা করিয়েছেন। তবে এতবার পরীক্ষা করালেও ফল একবারও পজিটিভ আসেনি।

সম্প্রতি আইপিএলের জন্য সংযুক্ত আরব আমিরাতে যাতায়াত করেছেন সৌরভ গাঙ্গুলীর। এছাড়া করোনা মহামারীর মধ্যেও অন্যান্য পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে তাকে এতবার করোনা পরীক্ষা করাতে হয়েছে।

এক সংবাদ সম্মেলনে গাঙ্গুলী বলেন, 'গত সাড়ে চার মাসে আমি ২২ বার করোনা পরীক্ষা করিয়েছি। তবে একবারও পজিটিভ আসেনি। আমার চারপাশে অনেকে করোনায় আক্রান্ত হওয়ায় আমাকেও করোনা পরীক্ষা করাতে হয়েছে। '

সাবেক ভারতীয় অধিনায়ক আরো বলেন, 'বাড়িতে বয়স্ক মানুষজন আছেন। (আইপিএলের জন্য) যখন দুবাই গেলাম, শুরুর দিকে অনেক দুশ্চিন্তায় ছিলাম। শুধু আমার জন্য নয়, আমার আশপাশের মানুষের জন্যও। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আমার কারণে অন্য কারও শরীরে ভাইরাসটা ছড়াক তা নিশ্চয়ই চাইব না। '

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।