ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ঢাকায় ফিরেছেন রাসেল ডমিঙ্গো

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
ঢাকায় ফিরেছেন রাসেল ডমিঙ্গো সাকিবের সঙ্গে ডমিঙ্গো, ফের দেখা যাবে এমন দৃশ্য/ফাইল ছবি

গেল মাসে বিসিবি প্রেসিডেন্টস কাপ শেষে ছুটি কাটাতে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শুরুতেই ঢাকায় ফিরলেন তিনি।

 

বুধবার (২৫ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছেছেন ডমিঙ্গো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র ডমিঙ্গোর ফেরার বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান সাংবাদিকদের জানান, হেড কোচ ফিরলেও দলের বাকি কোচিং স্টাফরা ফিরবেন ডিসেম্বরে 'ক্রিসমাস ডে' উদযাপন শেষে।  

আগামী জানুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। তাই দল প্রস্তুত করতেই অনেকটা আগেভাগেই এসেছেন ডমিঙ্গো।  

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।