ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

জম্মু-কাশ্মীরে ক্রিকেট একাডেমি স্থাপন করছেন রায়না

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
জম্মু-কাশ্মীরে ক্রিকেট একাডেমি স্থাপন করছেন রায়না

সাবেক ভারতীয় অলরাউন্ডার সুরেশ রায়না দেশটির কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে ক্রিকেটের উন্নয়নের জন্য একটি একাডেমি স্থাপনের পরিকল্পনা করছেন। এ বিষয়ে রায়নার সঙ্গে জম্মু ও কাশ্মীর স্পোর্টস কাউন্সিলের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এ বিষয়ে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং সুরেশ রায়না চুক্তিপত্রে সই করেন।

সম্প্রতি রায়না জানিয়েছিলেন, জম্মু-কাশ্মীরে একটি নতুন ক্রিকেট একাডেমি চালু করা গেলে এ অঞ্চলের কিশোর-তরুণদের পক্ষে তাদের দক্ষতা প্রদর্শন করার জন্য একটি ভালো সুযোগ তৈরি হবে।

চুক্তি স্বাক্ষরের পর এক টুইটে রায়না লিখেছেন, 'আমিও জম্মু ও কাশ্মীরের। অনেক প্রতিভা এখানে ছড়িয়ে আছে। আগামী পাঁচ থেকে দশ বছরে এখান থেকে একজন বা দুজন তরুণ যদি আমাদের দেশের হয়ে খেলেন, তবে এটি একটি দুর্দান্ত অর্জন হবে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
এইচএমএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।