ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সর্বোচ্চ টেস্ট রানে তামিম-মুশফিকের লড়াই

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
সর্বোচ্চ টেস্ট রানে তামিম-মুশফিকের লড়াই

বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের মাঝে লড়াইটা চলছে বেশ কিছুদিন ধরে। এমনটি চলমান রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টেও।

যেখানে তামিম ব্যাটিংয়ে নেমেই শীর্ষে থাকা মুশফিককে পেছনে ফেলেন। তবে দেশসেরা এই ওপেনার দ্রুত বিদায় নিলে, ব্যাটিংয়ে নেমে মুশফিক ফের সিংহাসন দখল করেন।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে নামার আগে ৭০ টেস্ট ও ১৩০ ইনিংস খেলা মুশফিকের রান ছিল ৪৪১৩। ৩৬.৭৭ গড়ে ৭টি সেঞ্চুরি ও ২১টি ফিফটি। আর ৬০ টেস্ট ও ১১৫ ইনিংসে তামিমের রান ৪৪০৫। ৩৮.৬৪ গড়ে ৯টি সেঞ্চুরি ও ২৭টি হাফসেঞ্চুরি।

তামিম ম্যাচের উদ্বোধন করতে নেমে কেমার রোচের বলে ব্যক্তিগত ৯ রানে বোল্ড হন। পরে তার রান হয় ৪৪১৪। অর্থাৎ মুশফিক থেকে এক রানে এগিয়ে টাইগারদের সর্বোচ্চ রানের ব্যাটসম্যান হন।

কিন্তু এরপর ব্যাটিংয়ে আসা মুশফিক পের নিজের সিংহাসন ফিরে পান। মিস্টার ডিপেন্ডবল ৩৮ রানে আউট হন। ফলে ডানহাতি ব্যাটসম্যানের মোট রান দাঁড়িয়েছে ৪৪৫১।

বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানে তৃতীয়স্থানে রয়েছেন দেশের আরেক সেরা ব্যাটসম্যান সাকিব আল হাসান। তার বর্তমান রান ৩৮৮৫। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ৫০ টেস্টে ৩০২৬ রান করে চারে আছেন। আর ২৮৮৬ রানে পঞ্চম বর্তমান অধিনায়ক মুমিনুল হক।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।