ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ড দলে ফিরলেন ওলি পোপ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
ইংল্যান্ড দলে ফিরলেন ওলি পোপ ওলি পোপ

ভারতের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগে সুখবর পেয়েছে ইংল্যান্ড। সুস্থ হয়ে ওঠা ব্যাটসম্যান ওলি পোপকে পাচ্ছে ইংলিশরা।

ইংল্যান্ড এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ‘বাঁ-কাঁধের চোট থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন পোপ। ২০২০ সালের আগস্টে পাকিস্তানের বিপক্ষে এই চোট পান তিনি। নির্বাচনের জন্য তাকে পাওয়ায় সন্তুষ্ট ইংল্যান্ড মেডিক্যাল দল। ২৩ বছর বয়সী তারকা গত দু’দিন দলের পুরো স্কোয়াডের সঙ্গে অনুশীলন করেছেন। ’

পুরোপুরি পুনর্বাসনে থাকলেও সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে জেতা সিরিজে ইংল্যান্ড দলের সঙ্গে সফরে ছিলেন পোপ। এই মিডল-অর্ডার ব্যাটসম্যানের প্রত্যাবর্তনের ফলে ড্যান লরেন্স ও মঈন আলীকে লাইন-আপে নির্বাচনের জন্য ইংল্যান্ডকে নতুনভাবে ভাবতে হতে পারে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।