ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করে রুটের ইতিহাস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করে রুটের ইতিহাস শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট।

নিজের শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২০০ রানের হার না মানা ইনিংস খেলে তারকা এ ব্যাটসম্যান দারুণ এক কীর্তি গড়লেন।

১৪৪ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে শততম টেস্টে এত বড় ইনিংস খেলতে পারেনি কেউ।

অশ্বিনের বলে ছক্কা মেরে ডাবল সেঞ্চুরি পূরণ করেন রুট। এর আগে শততম টেস্টে সর্বোচ্চ ১৮৪ রান করেছিলেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান ইনজামাম উল হক।

ইংলিশদের বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বিপাকে রয়েছে স্বাগতিক ভারত। প্রতিবেদন লেখার সময় ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৪৫৪ রান। রুট ২০৯ ও অলি পোপ ২৪ রানে ব্যাট করছেন।

ক্যারিয়ারের শততম টেস্টে তিন অঙ্কের ইনিংস খেলা ক্রিকেটারদের তালিকা:

১. কলিন কাউড্রেই (ইংল্যান্ড): ১০৪ (১৯৬৮)।

২. জাভেদ মিয়াঁদাদ (পাকিস্তান): ১৪৫ (১৯৮৯)।

৩. গর্ডন গ্রীনিজ (ওয়েস্ট ইন্ডিজ): ১৪৯ (১৯৯০)।

৪. অ্যালেক স্টুয়ার্ট (ইংল্যান্ড): ১০৫ (২০০০)।

৫. ইনজামাম উল হক (পাকিস্তান): ১৮৪ (২০০৫)।

৬. রিকি পন্টিং (অস্ট্রেলিয়া): ১২০ ও অপরাজিত ১৪৩ (২০০৬)।

৭. গ্রেম স্মিথ (দক্ষিণ আফ্রিকা): ১৩১ (২০১২)।

৮. হাসিম আমলা (দক্ষিণ আফ্রিকা): ১৩৪ (২০১৭)।

৯. জো রুট (ইংল্যান্ড): ২১৮ ব্যাটিং (২০২১)।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।