ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার স্টিভেন স্মিথ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘অ্যালান বোর্ডার মেডেল’ জিতলেন স্টিভেন স্মিথ।

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘অ্যালান বোর্ডার মেডেল’ জিতলেন স্টিভেন স্মিথ। আর নারী বর্ষসেরার পুরস্কার বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড জিতেছেন বেথ মুনি।

দেশটির ২০২০ সালের ক্রিকেটের পারফরম্যান্সের ভিত্তিতে বার্ষরিক এই পুরস্কার দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিততে সময়ের সেরা এই ব্যাটসম্যান পেছনে ফেলেন প্যাট কামিন্স (১১৭) ও অ্যারন ফিঞ্চকে (৯৭)। স্মিথ ১২৬ ভোট পেয়েছেন। এনিয়ে তৃতীয়বার এই পুরস্কার জিতলেন এই ডানহাতি। তার ওপরে রয়েছেন শুধুমাত্র মাইকেল ক্লার্ক ও রিকি পন্টিং। সাবেক কিংবদন্তি দুই অধিনায়ক চারবার করে জিতেছিলেন।

পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানে স্মিথ আরেকটি বড় অ্যাওয়ার্ডও হাতে তুলেছেন। তিনি অজিদের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারও হয়েছেন।

এদিকে ছেলেদের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন অ্যাশ্টন অ্যাগার। ব্র্যাডম্যান তরুণ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন উইল সাদারল্যান্ড। জনি মুল্লাঘ, মার্ভ হিউজ ও লিসা স্টালেকার হল অব ফেমে যুক্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।