ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

করোনার টিকা নিলেন বিসিবি সভাপতি পাপন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
করোনার টিকা নিলেন বিসিবি সভাপতি পাপন

করোনা ভাইরাসের টিকা নিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে করোনার টিকা নেন তিনি।

বিসিবি প্রধান এ সময় জানান, দু-একদিনের মধ্যে জাতীয় দলের ক্রিকেটারদেরও করোনার টিকা দেওয়া হবে।

এদিকে গণটিকাদান কর্মসূচির নবম দিনে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে স্ত্রীসহ করোনা টিকা নিতে আসেন বিসিবি সভাপতি। টিকা গ্রহণের পর কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয় তাদের। এ সময় টিকা প্রদান কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন বোর্ডপ্রধান।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।