ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বিসিবি সভাপতি হতে চান সাকিব

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
বিসিবি সভাপতি হতে চান সাকিব

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার যদি কখনো সুযোগ আসে, তবে সেটি লুফে নেবেন সাকিব আল হাসান। আর তিনি বিশ্বাস করেন, এই পদটি পেলে সংস্থাটির ইতিহাসে সেরা সভাপতি হবেন।

শনিবার অনলাইনে এক লাইভ শো’তে নিজের এমন ইচ্ছের কথা জানান সাকিব। বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে অবশ্য সাকিবের সম্পর্ক বেশ ভালোই। কেননা এই অনুষ্ঠানে তিনি পাপনের প্রশংসাও করেছেন।

সাকিব বলেন, ‘আমার কাছে মনে হয়, কখনও যদি বিসিবির সভাপতির মত পদে যেতে পারি তাহলে আমি যে কাজ করব ওটা বাংলাদেশের আর কেউ করতে পারবে না। অবশ্যই, ক্রিকেটে থাকলে আর বিসিবি সভাপতি হওয়ার সুযোগ আসলে আমি হতে চাইব। আমি জানি, আমি বিসিবির ইতিহাসের সেরা সভাপতি হবো। খুব ভালোভাবে বিশ্বাস করি, আমার পক্ষে এটা সম্ভব। ’

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।