ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সাইফের সেঞ্চুরি, ইমরুল-তুষারের আক্ষেপ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
সাইফের সেঞ্চুরি, ইমরুল-তুষারের আক্ষেপ সাইফের সেঞ্চুরি উদযাপন

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম দিনে তুষার ইমরানের সঙ্গী হলো এক রানের আক্ষেপ। আবু জায়েদের হাতে রানআউটের শিকার না হলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেতেন তিনি।

 

তেমনি আক্ষেপে পুড়তে হলো ইমরুল কায়েসকে। নার্ভাস নাইন্টিনে আবু জায়েদের বলে উইকেটের পেছনে দাঁড়ানো জাকির আলীর গ্লাভসে বন্দী হয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই ব্যাটসম্যান।  

তবে এনসিএলের প্রথম স্তরে সিলেট বিভাগের বিপক্ষে চারদিনের ম্যাচে স্বস্তিতে দিন পার করেছে তাদের দল খুলনা বিভাগ। ১২৭ বলে ১০ চার ও ২ ছয়ে ইমরুলের ৯০ এবং ১১৭ বলে ১৩ চারে তুষারের ৯৯ রানে ৭ উইকেটে ৩০৮ রান করেছে নুরুল হাসান সোহানের দল।  

ইমরুল-তুষার সেঞ্চুরি বঞ্চিত হলেও জাতীয় ক্রিকেট লিগে প্রথমদিনের একমাত্র সেঞ্চুরি পেয়েছেন সাইফ হাসান। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ২৩৩ বলে ১১ চার ও ৫ ছয়ে ১২৭ রান করে ঢাকা বিভাগকে বড় পুঁজির দিকে নিয়ে যান তিনি।  

রংপুর বিভাগের বিপক্ষে সাইফের সেঞ্চুরি ও অধিনায়ক নাদিফ চৌধুরীর ৬৯ রানের সুবাদে ৮ উইকেটে ২৯৭ রানে দিন পার করেছে ঢাকা বিভাগ। রংপুরের হয়ে ৪ উইকেট ঝুলিতে পুরেছেন আলাউদ্দিন বাবু। সাইফ-নাদিফকেও ফেরান তিনি।  

আসরের প্রথম স্তরের আরেক ম্যাচে রাজশাহী বিভাগের বিপক্ষে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও তিন ব্যাটসম্যানের ফিফটিতে ৭ উইকেটে ২৫৭ রানে প্রথমদিন শেষ করেছে চট্টগ্রাম বিভাগ। ইয়াসির আলীর ৬৩, অপরাজিত থাকা শাহাদাত হোসেনের ৮৮ ও মেহেদী হাসান রানার ৫৫ রানের সুবাদে বড় পুঁজি নিয়ে দিন পার করে মুমিনুল হকের দল।  

বাকি তিন দল নিজ নিজ প্রতিপক্ষের বিপক্ষে সব উইকেট না হারালেও প্রথমদিনেই ঢাকা মেট্রোপোলিসের বিপক্ষে ২৪১ রানে গুটিয়ে গেছে বরিশাল বিভাগ। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেছেন ওপেনিংয়ে নামা মোহাম্মদ আশরাফুল। এছাড়া সোহাগ গাজীর ব্যাট থেকে এসেছে ৪৫ ও উইকেটরক্ষক আবু সায়েম করেছেন ৪৬ রান।  

ঢাকা মেট্রোপোলিসের হয়ে তিনটি করে উইকেট ভাগাভাগি করেছেন আবু হায়দার ও রাকিবুল হাসান।  প্রথমদিনে প্রথম ইনিংস শুরু করে ২৯ রানে এক উইকেট হারিয়ে দিন পার করেছে মার্শাল আইয়ুবের দল।

সংক্ষিপ্ত স্কোর
খুলনা বিভাগ ১ম ইনিংস: ৮৩.৩ ওভারে ৩০৮/৭ (রবি ৩৭, ইমরান ১৫, ইমরুল ৯০, তুষার ৯৯, সোহান ২২, জিয়াউর ১০, নাহিদুল ২৪*, মইনুল ২; আবু জায়েদ ১৯-২-৭৩-২, ইবাদত ১৮.২-৫-৪৬-২, খালেদ ২১-৬-৬৬-১, কাপালি ১০.১-১-৫০-০, এনামুল জুনিয়র ১৫-১-৭০-১)। ভেন্যু: শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা। টস: সিলেট বিভাগ।  

ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৯০ ওভারে ২৯৭/৮ (মজিদ ০, রনি ০, সাইফ ১২৭, মাহিদুল ৪৭, তাইবুর ১০, শুভাগত ১০, নাদিফ ৬৯, আরাফাত জুনিয়র ৮*, অপু ০, সুমন ৪*; বাবু ১৩-২-২৫-৪, মুকিদুল ১২-৩-৩৬-১, আরিফুল ৪-১-৯-০, সোহরাওয়ার্দী ২৬-২-৮০-১, রিশাদ ১৩-০-৫৯-০, মাহমুদুল ১৮-৩-৬০-২, তানবীর ৩-০-৮-০, নাসির ১-০-২-০)। ভেন্যু: বিকেএসপি’র ৪ নম্বর মাঠ, সাভার। টস: ঢাকা বিভাগ।  

চট্টগ্রাম বিভাগ ১ম ইনিংস: ৯০ ওভারে ২৫৬/৭ (পিণাক ১৫, জয় ১১, মুমিনুল ৬, ইয়াসির ৬৩, শাহাদাত ৮৮*, রানা ৫৫; ফরহাদ রেজা ২৩-৭-৩৬-২, শফিকুল ১৮-৩-৪৯-১, পায়েল ১৮-১-৫৫-২, তাইজুল ২২-৫-৬৩-১)। ভেন্যু: শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম, রাজশাহী। টস: চট্টগ্রাম বিভাগ।  

বরিশাল বিভাগ ১ম ইনিংস: ৭৬ ওভারে ২৪১/১০ (আশরাফুল ৪৮, ফজলে ১০, সালমান ১৬, সৈকত ৩৬, নুরুজ্জামান ১৫, সোহাগ ৪৫, সায়েম ৪৬, কামরুল ১০; শহিদুল ১০-২-২৪-১, হায়দার ১৪-৪-৩৪-৩, সানি ২৪-১১-৫৯-২, রাকিবুল ১৬-৩-৭৬-৩, আমিনুল ৮-০-৩৭-১)। ঢাকা মেট্রোপোলিস ১ম ইনিংস ১২ ওভারে ২৯/১ (ইমন ১০, জাহিদুজ্জামান ৭*, শামসুর ১২*; মনির ২-০-৯-১) । ভেন্যু: বরিশাল বিভাগীয় স্টেডিয়াম। টস: বরিশাল।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।