ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্রিকেট

জন্মদিনে সাকিবের সুস্বাস্থ্য-সফলতা কামনা করলেন জাহানারা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
জন্মদিনে সাকিবের সুস্বাস্থ্য-সফলতা কামনা করলেন জাহানারা সাকিব ও জাহানারা

৩৪তম জন্মদিনে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বসেরা অলরাউন্ডারের দীর্ঘায়ু কামনা করছেন ক্রিকেটপ্রেমীরা।

 

ভক্ত-সমর্থকদের পাশাপাশি সতীর্থরাও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাকিবকে। জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবের সঙ্গে এক যুগল ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন সাকিব ভাই। ’

বাংলাদেশের সাবেক অধিনায়ককে শুভেচ্ছা জানিয়েছেন দেশের আরেক আলোচিত ক্রিকেটার জাহানারা আলম। দেশের নারী দলের এই তারকা নিজের ফেসবুক পেজে সাকিবের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন আমাদের কিংবদন্তি সাকিব আল হাসান ভাইয়া। আল্লাহ আপনাকে আরও সফলতা ও সুস্বাস্থ্য দিক। ’ 

ধীরে ধীরে নিজেকে বিশ্বসেরা ও কিংবদন্তিদের কাতারে নিয়ে যাওয়া সাকিবের আজ বুধবার (২৪ মার্চ) জন্মদিন। ১৯৮৭ সালে আজকের দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।