ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

মিরপুরে অনুশীলনে সাকিব

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
মিরপুরে অনুশীলনে সাকিব বোলিং অনুশীলনে সাকিব। ছবি: শোয়েব মিথুন

মঙ্গলবার দিবাগত রাতে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের দেশে ফেরার বিভিন্ন কারণ বের করার চেষ্টা করা হলেও সর্বশেষ জানা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রস্তুতি নিতেই দেশে ফিরছেন সাকিব এবং তার সত্যতা মিলেছে এবার।

 

বুধবার সকালে নিজের ৩৪তম জন্মদিনে মিরপুর স্টেডিয়ামে হাজির সাকিব। সকাল ৮টা ৪৭ মিনিটে ব্যাট-প্যাড-কিটস নিয়ে শেরে বাংলার ড্রেসিংরুমে ঢুকেন তিনি।

মাঠে হাজির সাকিব।  ছবি: শোয়েব মিথুন

সেখান থেকে বের হয়ে ঠিক সোয়া ৯টায় ইনডোরের ন্যাচারাল টার্ফে প্রায় পৌনে এক ঘন্টা ব্যাটিং প্র্যাকটিস করেন সাকিব।  

ছবি: শোয়েব মিথুন

তার এই প্রস্তুতিটা মূলত আসন্ন আইপিএলের জন্য।

নেটে ব্যাট করছেন সাকিব।  ছবি: শোয়েব মিথুন

১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স।

ছবি: শোয়েব মিথুন

তার চার-পাঁচদিন আগেই ভারতে যেতে হবে সাকিবকে। সেই প্রস্তুতি হিসেবেই ব্যাটিংটাকে ঝালিয়ে নিচ্ছেন এই অলরাউন্ডার।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।