ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বিয়ের কারণে আইপিএলের শুরুতে নেই অজি স্পিনার জাম্পা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
বিয়ের কারণে আইপিএলের শুরুতে নেই অজি স্পিনার জাম্পা

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা। ফলে ২০২১ সালের আইপিএলের শুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে মাঠে নামতে পারছেন না তিনি।

ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেট পরিচালক মাইক হেসন দলটির টুইটার পেজে এমনটি নিশ্চিত করেছেন।

২৮ বছর বয়সী এই স্পিনার গত মৌসুমে ব্যাঙ্গালুরুর হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন। যেখানে এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলা হচ্ছে না তার।

হেসন জানান, প্রথম ম্যাচে আমরা আমাদের বিদেশি সব ক্রিকেটারকে পাচ্ছি না। বিয়ে করতে যাচ্ছেন অ্যাডাম জাম্পা। এটা তার জন্য গুরুত্বপূর্ণ একটি সময় এবং ক্লাব এ ব্যাপারে সচেতন ও তার ব্যাপারটিকে আমরা সম্মান জানাই। আশাকরি সে দারুণ সময় কাটাবে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।