ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

শেষ দিনে রাজশাহীতে রোমাঞ্চের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
শেষ দিনে রাজশাহীতে রোমাঞ্চের অপেক্ষা

রাজশাহী বিভাগের দুর্দান্ত বোলিংয়ে চট্টগ্রাম বিভাগ নিজেদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেল অল্পতেই। ফলে লক্ষ্যটা ৩০০ এর নিচে পেল রাজশাহী।

তবে লক্ষ্য তাড়ায় নেমে রাজশাহীর অবস্থাও বিশেষ সুবিধার নয়। যদিও জুনায়েদ সিদ্দিকির অপরাজিত ফিফটি এখনও আশা দেখাচ্ছে রাজশাহীকে।

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচের তৃতীয় দিন (বুধবার) শেষে রাজশাহী নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলেছে। জিততে হলে এখনও ১৩৬ রান করতে হবে তাদের।  

এর আগে চট্টগ্রামের দ্বিতীয় ইনিংস শেষ হয় মাত্র ১৪৭ রানে। ব্যাট হাতে সর্বোচ্চ ৬৫ রান আসে ইরফান শুকুরের ব্যাট থেকে। এছাড়া বলার মতো রান পেয়েছেন মাহমুদুল হাসান জনি (৩৯)। ফলে রাজশাহীর সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮৩ রানের।

বল হাতে রাজশাহীর তাইজুল ইসলাম, ফরহাদ রেজা ও তৌহিদ হৃদয় ৩টি করে উইকেট তুলে নিয়েছেন। বাকি উইকেট শফিকুল ইসলামের।

এদিকে লক্ষ্য তাড়ায় নেমে চট্টগ্রামের বোলিং তোপে পড়ে যায় রাজশাহী। একের পর এক খোয়াতে থাকে উইকেট। একসময় ১১৯ রান তুলতেই রাজশাহী হারিয়ে ফেলে ৫ উইকেট। তবে শেষ বিকেলে ফরহাদ রেজাকে সঙ্গী করে প্রতিরোধ গড়েন জুনায়েদ সিদ্দিকি। ৫১ রানে অপরাজিত আছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ১৪ রান নিয়ে সঙ্গ দিচ্ছিলেন ফরহাদ।

বল হাতে ২ উইকেট নিয়েছেন চট্টগ্রামের ইরফান হোসেন। ১টি করে উইকেট গেছে মেহেদী হাসান রানা, হাসান মুরাদ ও ইয়াসির আলীর দখলে।

এর আগে চট্টগ্রামের প্রথম ইনিংস শেষ হয়েছিল ২৮৭ রানে। জবাবে ১৫২ রান তুলতেই শেষ হয় রাজশাহীর ইনিংস।

অন্যদিকে দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে তৃতীয় দিন শেষে ৫ রানের লিড পেয়েছে বরিশাল বিভাগ। তবে ১৭৭ রান নিয়ে দিন শেষ করা দলটির হাতে আছে মাত্র ৩ উইকেট। ফলে শেষ দিনে অস্বাভাবিক কিছু না ঘটলে এই ম্যাচে জয় দেখছে ঢাকা মেট্রো।  

বরিশাল নিজেদের প্রথম ইনিংসে করে ২৪১ রান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে মার্শাল আইয়্যুব ও শহিদুল ইসলামের সেঞ্চুরিতে ভর করে ৪১৩ রানের বিশাল সংগ্রহ পায় ঢাকা মেট্রো।  

এদিকে খুলনায় প্রথম স্তরের ম্যাচে ফলোঅন করতে নেমে তৃতীয় দিন শেষে ৯ রানের লিড পেয়েছে সিলেট বিভাগ। খুলনা বিভাগের প্রথম ইনিংসের সংগ্রহ ৩৭৫ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১৩৪ রানেই গুটিয়ে যায় সিলেট। এরপর ফলোঅন করতে নেমে তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ ২৫০ রান। ১১৮ রানে অপরাজিত আছেন সিলেটের জাকির হোসেন। ১৪ রান নিয়ে সঙ্গ দিচ্ছিলেন অধিনায়ক অলক কাপালি।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।