ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

শনিবার বাংলাদেশ সফরে আসছে আফগান অনূর্ধ্ব-১৯ দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
শনিবার বাংলাদেশ সফরে আসছে আফগান অনূর্ধ্ব-১৯ দল

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটি চার দিনের ম্যাচ খেলতে শনিবার (০৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সফর করবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। কাল ঢাকায় পা রেখেই দলটি সিলেটের উদ্দেশে রওয়ানা হবে।

সেখানেই হবে প্রতিটি ম্যাচ।

৭ সেপ্টেম্বর অবধি মোট ৪ দিনের কোয়ারেন্টিন করবে সফরকারী দলটি। এরপর ৮ ও ৯ সেপ্টেম্বর অনুশীলন করবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও আফগান যুবারা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১০, ১২, ১৪, ১৭ ও ১৯ সেপ্টেম্বর পাঁচটি ওয়ানডে খেলবে। এরপর দুই দিনের বিরতি দিয়ে ২২ সেপ্টেম্বর চার দিনের ম্যাচে নামবে দুদল।

২৬ সেপ্টেম্বর আফগান দলটি ঢাকায় ফিরে পর দিন নিজ দেশের প্লেন ধরবে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।