ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের কোচিং থেকে পদত্যাগ করলেন মিসবাহ-ওয়াকার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
পাকিস্তানের কোচিং থেকে পদত্যাগ করলেন মিসবাহ-ওয়াকার

পাকিস্তান জাতীয় দলের হেড কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস তাদের পদ থেকে সরে গেলেন। কিছুদিন পরেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ থাকা অন্তবর্তীকালীন হেড কোচ হিসেবে সাকলাইন মুশতাক ও বোলিং কোচ হিসেবে আব্দুল রাজ্জাককে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

প্রধান কোচ থেকে পদত্যাগের কারণ হিসেবে মিসবাহ জানিয়েছেন, করোনাকালে জৈব-সুরক্ষা বলয়ের কারণে পরিবারকে যথেষ্ট সময় দিতে না পারা। আর ইউনিস জানান, মিসবাহ ও তিনি কোচিং পদে একসঙ্গে শুরু করেছে। তাই সরে গেলেও একইসঙ্গে।

মিসবাহ ও ইউনিস সোমবার তাদের সিদ্ধান্তের খবর জানিয়েছেন। যেখানে এদিন সকালেই দলটি তাদের বিশ্বকাপ এবং ঘরের মাঠে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করেছে।

এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে এই দুটি বড় পজিশনে নিয়োগ পেয়েছিলেন যথাক্রমে মিসবাহ ও ইউনিস। তবে চুক্তি শেষ হওয়ার এক বছর আগেই সরে গেলেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।