ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

অনুশীলনে সোহানকে কিপিং শেখাচ্ছেন মুশফিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২১
অনুশীলনে সোহানকে কিপিং শেখাচ্ছেন মুশফিক অনুশীলনে নুরুল হাসান সোহানকে উইকেটকিপিং শেখাচ্ছেন মুশফিকুর রহিম/ছবি: শোয়েব মিথুন

সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচকে সামনে রেখে অনুশীলনে নুরুল হাসান সোহানকে উইকেটকিপিং শেখাচ্ছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক মুশফিকুর রহিম। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ (৯ সেপ্টেম্বর) অনুশীলন করতে নামে টাইগাররা।

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পাওয়ার পর তৃতীয় ম্যাচে হোঁচট খায় বাংলাদেশ। তবে চতুর্থ টি-টোয়েন্টি জিতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার স্বাদ পায় টাইগাররা। বাকি একটি টি-টোয়েন্টি খেলতে আগামীকাল (১০ সেপ্টেম্বর) মাঠে নামবে দু’দল। এর আগে আজ অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছে বাংলাদেশ দল।

ছবিতে দেখুন টাইগারদের অনুশীলনের কিছু মুহূর্ত....

ব্যাট হাতে অনুশীলনে মুশফিক

মাঠের কন্ডিশন দেখছেন ডমিঙ্গো

অনুশীলনে মুশফিক-সোহানের সাথে ছিলেন আমিনুল ইসলাম বিপ্লবও

মুশফিকের ব্যাটিং অনুশীলনে স্ট্যাম্পের পেছনে দাঁড়িয়ে কিপিং করছেন সোহান

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।