ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

শেষ ৩ সিরিজ জয় বিশ্বকাপে এগিয়ে রাখবে: মাহমুদউল্লাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
শেষ ৩ সিরিজ জয় বিশ্বকাপে এগিয়ে রাখবে: মাহমুদউল্লাহ মাহমুদউল্লাহ। ছবি: শোয়েব মিথুন

শেষ হলো নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। যদিও শেষ ম্যাচে ২৭ রানের পরাজয় বরণ করেছে বাংলাদেশ।

তবে আগেই সিরিজ নিশ্চিত করেছিল টাইগাররা।

এনিয়ে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে সফরের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও কিউইদের হারাল স্বাগতিকরা। আর এমন জয়ের ধারাবাহিকতায়ই বাংলাদেশকে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে এগিয়ে রাখবেন বলে জানান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেন, ‘আজকের ম্যাচে জয়টা দরকার ছিল, তবে নিউজিল্যান্ড সত্যিই ভালো খেলেছে। আমরা রান তাড়াতে ভালো করতে পারিনি, তবে আমি খুশি সিরিজ জিততে পেরে। আমি মনে করি বোলাররা খুব ভালো করেছে। কিন্তু শেষটা শেষের মতো করতে পারেনি। স্পিনাররা খুবই ভালো করেছে। ’

তিনি আরও বলেন, ‘শেষ তিন সিরিজ আমরা ভালো ক্রিকেট খেলে জয় তুলে নিয়েছি। এটা অনেক বড় প্রাপ্তি। আশাকরি আমরা যখন বিশ্বকাপে যাবো, সেখানেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখবো। ’

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।