ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

প্রথম ম্যাচের জন্য পাকিস্তানের ১২ সদস্যের স্কোয়াড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
প্রথম ম্যাচের জন্য পাকিস্তানের ১২ সদস্যের স্কোয়াড

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের জন্য ১২ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামীকাল শুক্রবার (১৯ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ।

সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড নিয়ে এলেও প্রথম ম্যাচের জন্য এরইমধ্যে ১২ জনের দল দিয়েছে সফরকারীরা।

আজ বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ১২ জনের তালিকা প্রকাশ করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ৬ ম্যাচেই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছিল পাকিস্তান। সেই দলের ৮ জন আছেন বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচেও।

পাকিস্তানের ১২ সদস্যের স্কোয়াড-
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।