ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশে পাকিস্তানের অনেক সমর্থক আছে: বাবর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
বাংলাদেশে পাকিস্তানের অনেক সমর্থক আছে: বাবর বাবর আজম/ছবি: শোয়েব মিথুন

২০১৫ সালের পর এই প্রথম বাংলাদেশে খেলতে এসেছে পাকিস্তান দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে তারা মাঠে নামবে স্বাগতিকদের বিপক্ষে।

এর আগে বাংলাদেশে দর্শকদের তাদের প্রতি সমর্থন দেখে আবেগে আপ্লুত পাকিস্তানি অধিনায়ক বাবর আজম।  

আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন বাবর আজম।

বাবর আজম বলেন, যখনই আমরা অনুশীলন করতে গিয়েছি, পুরো পথে লোক দাঁড়িয়ে থেকেছে। আমাদের উৎসাহ দিয়েছে, হাত নাড়িয়েছে। আমার তাই মনে হয়, বাংলাদেশের পাশাপাশি আমাদেরও অনেক সমর্থক আছে এখানে। অনুশীলনের সময়ও সেখানে লোকে আমাদের দেখেছে, উৎসাহ দিয়েছে।

তিনি বলেন, করোনা শুরুর পর এখানে প্রথমবার দর্শক প্রবেশের অনুমতি মিলেছে, এটা দারুণ ব্যাপার। ক্রিকেটার হিসেবে, দল হিসেবে আমরা উপভোগ করব এবং বাংলাদেশে আমরা যখনই এসেছি, দর্শক সবসময় আমাদের উৎসাহ দিয়েছে। শুধু নিজেদের দলই নয়, পাকিস্তান দলকেও তারা সমর্থন করেছে বেশ। এটা আমাদের বেশ ভালো লাগে এবং সহায়তাও করে।

আগামীকাল শুক্রবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। এই ম্যাচ দিয়ে প্রায় দেড় বছর পর মিরপুরে ফিরছে দর্শক। তবে করোনা সংক্রমণের কথা ভেবে এবার টিকিট বিক্রি হচ্ছে ৫০ ভাগ এবং মাঠে প্রবেশের আগে ১৮ বছরের বেশি বয়সী দর্শকদের কোভিডের টিকা গ্রহণের সনদ দেখাতে হবে।  

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।