ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সিলেটকে ব্যাটিংয়ে পাঠালো কুমিল্লা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
সিলেটকে ব্যাটিংয়ে পাঠালো কুমিল্লা

অষ্টম বিপিএলের ২৬তম ম্যাচে টস জিতে সিলেট রাইজার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।  

আজ বুধবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সিলেট ও কুমিল্লা।

এই ম্যাচে তিন পরিবর্তন নিয়ে নামছে কুমিল্লা। করিম জানাত, সুমন খান ও মুমিনুল হকের জায়গায় এসেছেন ফাফ ডু প্লেসি, আরিফুল হক এবং আবু হায়দার রনি।  

অন্যদিকে সিলেটের একাদশে এসেছে দুই পরিবর্তন। লেন্ডল সিমন্স ও মুক্তার আলী এসেছেন সিরাজ আহমেদ ও মিজানুর রহমানের জায়গায়।

কুমিল্লার একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), আরিফুল হক, আবু হায়দার রনি, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, মাহমুদুল হাসান জয়, সুনীল নারাইন, মঈন আলী ও ফাফ ডু প্লেসি।

সিলেটের একাদশ: রবি বোপারা (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), নাজমুল ইসলাম অপু, আলাউদ্দিন বাবু, সোহাগ গাজী, মুক্তার আলী, স্বাধীন, লেন্ডল সিমন্স এবং কলিন ইনগ্রাম।

এখন পর্যন্ত ৭ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে কুমিল্লা। অন্যদিকে সিলেট ৮ ম্যাচে মাত্র ১ জয় ও ১ ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে এরইমধ্যে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।