ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পিসিবির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আজীবন নিষিদ্ধ হলেন ফকনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
পিসিবির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আজীবন নিষিদ্ধ হলেন ফকনার

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিপক্ষে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন জেমস ফকনার। এ নিয়ে বিশ্ব ক্রিকেট যখন তোলপাড়, তখন উল্টো সাবেক এই অজি পেসারকে আজীবন নিষিদ্ধ করল পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

 

আজ শনিবার এক বিবৃতিতে ফকনারকে পাকিস্তান ক্রিকেট লিগে (পিএসএল) আজীবনের জন্য নিষিদ্ধ করার ঘোষণার দিয়েছে পিসিবি। ভবিষ্যতে আর কখনো এই টুর্নামেন্টর জন্য তাকে বিবেচনা করা হবে না বলে জানিয়েছে তারা।  

আজ এক টুইটার বার্তায় পিসিবির বিরুদ্ধে পাওনা পরিশোধ নিয়ে মিথ্যাচারের অভিযোগ আনেন ফকনার। তার অভিযোগ ছিল, পারিশ্রমিকের বিষয়ে তার সাথে ক্রমাগত মিথ্যাচার করে গেছে পিসিবি। চুক্তিতে যে পারিশ্রমিকের কথা বলা হয়েছিল সেটি দেওয়া হয়নি বলে জানিয়েছিলেন তিনি।  

আজ টুইটারে ফকনার লিখেছেন, ‘পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দুর্ভাগ্যবশত, আমি শেষ দুই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। কারণ পিসিবি আমাকে চুক্তি মোতাবেক পারিশ্রমিক দিচ্ছে না। ’

ফকনার আরও লিখেছেন, ‘পিসিবি ক্রমাগত মিথ্যা বলে যাচ্ছে, যা আমাকে কষ্ট দিয়েছে। পাকিস্তানে অনেক তরুণ প্রতিভা থাকায় আমিও দেশটিতে ক্রিকেট ফেরানোর জন্য সাহায্য করতে চেয়েছিলাম। কিন্তু পিসিবির কাছ থেকে রীতিমতো অপমানই পেয়েছি। আশা করি সবাই আমার অবস্থান বুঝতে পারছেন। '

একসময় অস্ট্রেলিয়া দলের নিয়মিত সদস্য ফকনার পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলতে এসেছিলেন। কিন্তু পিসিবির বিপক্ষে গুরুতর অভিযোগ করে আসর ছেড়ে চলে গেছেন তিনি। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজেদের দায় অস্বীকার করেছে পিসিবি।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।