ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সাকিব-তামিমরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সাকিব-তামিমরা

১৯৫২ সালের এইদিনে মাতৃভাষার দাবিতে প্রাণ উৎসর্গ করেছিলেন সালাম-রফিক-জব্বার-বরকতসহ আরও অনেকে। তাই ২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়।

এবারও পালন হচ্ছে মহান এই দিবসটি। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষা আন্দোলনের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ভেরিফাইড ফেসবুক পেইজে ভাষা শহীদদের স্মরণে লিখেছেন, 'মায়ের ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেয়া সকল সেরা সন্তানদের প্রতি থাকলো বিনম্র শ্রদ্ধা। ' উইকেটরক্ষক-ব্যাটার ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও শহীদদের  প্রতি শ্রদ্ধা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, '১৯৫২ সালের ভাষা শহীদদের জানাই অসীম শ্রদ্ধা। সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। '

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নিজের ফেসবুক পেইজে ভাষা শহীদদের স্মরণে লিখেছেন, 'মহান ২১ শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। '

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ শহীদ মিনারের ছবি পোস্ট করে লিখেছেন, 'সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ’

টেস্ট অধিনায়ক মুমিনুল হকও শহীদ মিনারের ছবি পোস্ট করে লিখেছেন, 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। '

ওয়ানডে বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ডের আছেন জাতীয় দলের নারী ক্রিকেটাররা। দলের পেসার জাহানারা আলম এক পোস্ট   লিখেছেন, 'সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা। বাংলা ভাষা আমার অহংকার। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। '

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।