ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দলে নেই দুই তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার ও বোলার প্যাট কামিন্স।

এছাড়াও সফরে থাকছেন না পেসার মিচেল স্টার্ক, জশ হ্যজেলউড ও স্পিনার নাথান লায়ন।

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই তারকা ক্রিকেটারদের বিশ্রামে রেখে তরুণ কয়েকজন ক্রিকেটারের পারফরম্যান্স খতিয়ে দেখতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। যে কারণে তারকারা ছাড়াই তরুণদের নিয়ে স্কোয়াড সাজিয়েছে তারা।

এদিকে বিয়ের কারণে ছুটি পাওয়া অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল থাকবেন না এই সিরিজে। অবশ্য শ্রীলঙ্কা সিরিজে মাথায় আঘাত পাওয়া স্টিভ স্মিথকে এই সিরিজে রাখা হয়েছে। গত আগষ্ট থেকে সীমিত ওভারের ম্যাচে না খেলা অ্যালেক্স ক্যারিও দলে জায়গা করে নিয়েছেন।

আগামী মাসের ২৯ তারিখ রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডের মাধ্যমে শুরু হবে সিরিজটি। ওয়ানডে সিরিজ শুরুর আগে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।

একনজরে অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মারনাস ল্যাবুশেন, মিচেল মার্শ, বেন ম্যাকডারমট, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মার্কাস স্টইনিস ও অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ সময: ১৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।