ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘আইপিএলের নিলামে নিজেকে গরুর মতো মনে হয়’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
‘আইপিএলের নিলামে নিজেকে গরুর মতো মনে হয়’

আইপিএলের এবারের আসরে রবিন উত্থাপাকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। দল পেয়ে উচ্ছ্বসিত ভারতীয় এই উইকেটকিপার ব্যাটার।

তবে ভিন্নমত প্রকাশ করে আলোড়ন ঘটিয়েছেন এই ক্রিকেটার। নিলামে ওঠানো হলে নিজেকে নাকি তার গরুর মতো মনে হয় বলে জানান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম 'নিউজ নাইন'কে দেওয়া এক সাক্ষাতকারে উত্থাপা বলেছেন, 'নিলামের সময় মনে হয়, কোনো পরীক্ষার ফলাফল দেওয়া হচ্ছে, যে পরীক্ষা আপনি অনেক আগে দিয়েছেন। এ পরিস্থিতিতে নিজেকে গরু গরু মনে হয়। এটা মোটেও সুখকর নয়। কিন্তু ক্রিকেট খেলাটা এখন এমনই হয়ে গেছে; বিশেষ করে ভারতে। আপনার সবকিছু নিয়েই এখানে মানুষ মতামত প্রকাশ করবে, খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই করবে। এখন আপনি কেমন খেলেন, সেটা নিয়ে আপনাকে যাচাই করা এক জিনিস, আর নিলামে কত দিয়ে বিক্রি হলেন, সেটা নিয়ে যাচাই করা সম্পূর্ণ ভিন্ন জিনিস। '

উথাপ্পা আরও বলেন, 'যারা বিক্রি হয় না, আপনি কল্পনাও করতে পারবেন না, তাদের মনে কী ঝড় বয়ে যায়! এটা সুখকর কিছু নয়। তাদের জন্য আমার সমবেদনা, যারা নিলামের আশায় অনেক দিন পর্যন্ত অপেক্ষা করে থাকে, কিন্তু শেষমেশ কোনো দল পায় না। হঠাৎ ক্রিকেটার হিসেবে আপনার মূল্য নির্ধারিত হচ্ছে কেউ আপনার জন্য কত খরচ করতে রাজি, সেটার ওপর। এটা খুবই অগোছালো একটা ব্যাপার। এ পাগলামির কোনো নিয়ম নেই।  ১৫ বছর ধরে মানুষ আইপিএলের নিলাম কীভাবে হয় না হয়, সেটা বুঝতে চেয়েছেন। কিন্তু আমার মনে হয় না, তারা কিছু জানেন। ’

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।