ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সেই টেস্ট জয় থেকে অনুপ্রেরণা নিচ্ছে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
সেই টেস্ট জয় থেকে অনুপ্রেরণা নিচ্ছে আফগানিস্তান ছবি: উজ্জ্বল ধর

২০১৯ সালের সেপ্টেম্বর। টেস্ট ক্রিকেটের নবীন সদস্য আফগানিস্তান সবেমাত্র এই অঙ্গনে পা ফেলেছে।

সেই দলটির কাছেই চট্টগ্রামে সিরিজের একমাত্র টেস্টে হেরে বসে ক্রিকেটের কুলীন এই ফরম্যাটে দীর্ঘ পথচলার অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশ দল। এমনকি বৃষ্টিও আফগানদের জয়ে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।  

সেবার সফরকারীদের কাছে ২২৪ রানের বিশাল ব্যবধানে হেরেছিল সাকিব আল হাসানের দল। দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিয়ে একাই টাইগারদের সর্বনাশ করেছিলেন আফগান স্পিনার রশিদ খান। সেই দলেরই হাশমতুল্লাহ শহীদি এবার ওয়ানডে দলের অধিনায়ক হয়ে বাংলাদেশে এসেছেন। নতুন আফগান অধিনায়কও শেষবার পাওয়া ওই দুর্দান্ত জয়ের পুনরাবৃত্তি চাইলেন।

আগামীকাল থেকে চট্টগ্রামের জহুর আহেমদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে আজ মঙ্গলবার আফগান দলের অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শহীদি বললেন, 'আমরা সেখান (সেই টেস্ট জয়) থেকেই শুরু করতে চাই। এখানে দারুণ স্মৃতি আছে আমাদের। ওই টেস্ট ম্যাচ থেকে ইতিবাচক অনেক কিছুই নিয়েছি আমরা। চেষ্টা থাকবে আগামীকাল সেখান থেকেই যেন শুরু করতে পারি। '

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।