ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের সামনে র‍্যাংকিংয়ের ছয়ে ওঠার হাতছানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
বাংলাদেশের সামনে র‍্যাংকিংয়ের ছয়ে ওঠার হাতছানি ছবি: উজ্জ্বল ধর

আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন সপ্তম স্থানে। তবে আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলেই এক ধাপ উন্নতি হবে টাইগারদের।

বর্তমানে ৯১ রেটিং পয়েন্ট বাংলাদেশের। ৯৩ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে পাকিস্তান। অর্থাৎ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের রেটিং ব্যবধান ২। আফগানদের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে তামিমবাহিনীর রেটিং হবে ৯৪। তখন পাকিস্তান সরিয়ে ছয়ে উঠবে টাইগাররা।  

অন্যদিকে সিরিজে হোয়াইটওয়াশ হলেও র‌্যাংকিংয়ের দশম স্থানেই থাকবে আফগানিস্তান। তবে তারা ৩ রেটিং পয়েন্ট হারাবে। বর্তমানে ৬৭ রেটিং নিয়ে দশমস্থানে রয়েছে আফগানরা।

সিরিজ ২-১ ব্যবধানে জিতলে সপ্তম স্থানেই থাকবে বাংলাদেশ। রেটিংও ৯১ থাকবে। আর ২-১ ব্যবধানে সিরিজ হারলেও অবস্থানের পরিবর্তন হবে না। তবে রেটিং পয়েন্ট নেমে আসবে ৮৮তে।  

আর আফগানদের কাছে হোয়াইটওয়াশ হলে ৬ রেটিং হারাবে বাংলাদেশ। তখন ৮৫ রেটিং নিয়ে থাকতে হবে সপ্তম স্থানেই। এতে ৯ রেটিং বাড়বে আফগানদের। তবে তাদের অবস্থানেরও পরিবর্তন হবে না।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।