দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতে প্রথমবারের মতো যে কোন ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার মাটিতে ট্রফি অর্জন করেছে তামিম-সাকিবরা।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিম বলেন, ‘আমি গর্বিত, বিশেষ করে বাংলাদেশি ফাস্ট বোলার ম্যাচ ও সিরিজসেরা হওয়ায় আমি গর্বিত। দক্ষিণ আফ্রিকায় সিরিজ জেতা একটি বিশাল অর্জন। আমরা এখন বিশ্বাস করি, আমরা বিদেশের মাটিতেও সিরিজ জিততে পারি। এই জয় সামনে এগিয়ে যেতে আমাদের আত্মবিশ্বাস দিবে। গত ৫-৬ বছর ধরে আমরা ওয়ানডেতে ভালো খেলছিলাম। তবে বিদেশের মাটিতে সিরিজ জিততে পারছিলাম না। এবার সেটি করতে পেরেছি। ’
পরিবারের সদস্যদের হাসপাতালে রেখে সাকিবের ম্যাচ খেলার আত্মত্যাগের কথাও ভুলেননি তামিম। বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘সাকিবের পরিবারের সদস্যরা হাসপাতালে রয়েছে। এই অবস্থায় এখানে খেলার জন্য তাকে অনেক ধন্যবাদ জানাই। ’
বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
আরইউ