ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ ক্রিকেট দলকে ৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
বাংলাদেশ ক্রিকেট দলকে ৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার কোনো ফরম্যাটে সিরিজ জেতার ইতিহাস গড়েছে টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে দাপুটে জয়ের পর শেষ ম্যাচে ৯ উইকেটের বড় জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল তামিম ইকবালের দল।

ঐতিহাসিক এই জয়ের পর টাইগারদের জন্য পুরস্কার ঘোষণা করল বিসিবি।

বিসিবির ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, দক্ষিণ আফ্রিকায় সিরিজ জেতায় বাংলাদেশ দলকে তিন কোটি টাকা পুরস্কার দেবে বিসিবি।

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জিতে শুধু ইতিহাস নয় বরং আইসিসি ওয়ানডে সুপার লিগে অনেক এগিয়ে গেল বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের পয়েন্ট ১২০।

পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে রাজত্ব করা টাইগারদের এবার বিশ্বকাপে বিনা বাঁধায় খেলা প্রায়ই নিশ্চিত।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।