ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্রিকেট

সাঙ্গাকারাকে ছাপিয়ে স্মিথের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
সাঙ্গাকারাকে ছাপিয়ে স্মিথের বিশ্বরেকর্ড

স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে করাচি টেস্টে দ্বিতীয় ইনিংসে বিশ্বরেকর্ড গড়েছেন স্টিভেন স্মিথ। প্রথম ইনিংসে দারুণ ইনিংস খেললেও দ্বিতীয় ইনিংসে ভালো সংগ্রহ করতে পারেননি তিনি।

তবে বৃহস্পতিবার (২৪ মার্চ) হাসান আলির বলে মারা বাউন্ডারিতে সবচেয়ে দ্রুততম ব্যাটার হিসেবে ৮ হাজার রানের মাইলফলক অর্জন করলেন স্মিথ।

রেকর্ড গড়তে স্মিথেরে লেগেছিল ১৫১ ইনিংস। এর আগে যেটি ছিল শ্রীলঙ্গান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার দখলে। ২০১ সালে ভারতের বিপক্ষে কলম্বো টেস্টে তিনি ১৫২ ইনিংস খেলে ৮ হাজার রান পূর্ণ করেন। তিন নম্বরে থাকা ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকারের ৮ হাজারে পৌঁছাতে লেগেছিল ১৫৪ ইনিংস। এরপর এই তালিকায় যায়গা করে নেওয়া স্যার গ্যারি সোবার্সের লেগেছিল ১৫৭ ও রাহুল দ্রাবিড়ের লেগেছিল ১৫৮ ইনিংস।

এই রেকর্ড গড়ার আগে ৭ হাজার রানেও সবচেয়ে দ্রুততম ছিলেন স্মিথ। মাত্র ১২৬ ইনিংস খেলে তিনি ৭ হাজারি ক্লাবে প্রবেশ করেন। ভেঙেছিলেন ৭৩ বছরের রেকর্ড।  

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।