ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা

আগামী মে'তে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সিরিজটি ২০২১-২৩ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।

 

আগামী ৮মে বাংলাদেশে পৌঁছাবে শ্রীলঙ্কা দল। এরপর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ১১ ও ১২ মে দুই দিনের ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে সফরকারীরা। মূল সিরিজ শুরু হবে ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে।  

সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৩ মে থেকে। ম্যাচের ভেন্যু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।  

মূলত সিরিজটি শুরু হওয়ার কথা ছিল ২০০০ সালের অক্টোবর-নভেম্বরে। কিন্তু করোনা ভাইরাস মহামারির কারণে সিরিজ পিছিয়ে যায়। পরে অবশ্য ২০২১ সালের মে মাসে বাংলাদেশ সফরে এসেছিল শ্রীলঙ্কা। কিন্তু সেবার শুধু ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল দুই দল।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।