ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

‘অজুহাত খুঁজলে বড় হওয়া যায় না’ বাংলাদেশের দর্শকদের বললেন হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
‘অজুহাত খুঁজলে বড় হওয়া যায় না’ বাংলাদেশের দর্শকদের বললেন হার্শা ভোগলে

কাছে গিয়েও ভারতের বিপক্ষে আরেকটা হৃদয় ভাঙা হার। আইসিসি আয়োজিত টুর্নামেন্টে ভারতের বিপক্ষে জয়ের সম্ভবনা জাগিয়ে হেরে যাওয়া বাংলাদেশের জন্য যেন নিয়মই হয়ে পড়েছে! টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জিততে জিততে গত রাতে ডিএল ম্যাথোডে ৫ রানে হেরেছে বাংলাদেশ।

ম্যাচে বেশ কিছু আলোচিত ঘটনাও ঘটেছে। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম।

ভারতের বিপক্ষে ম্যাচ শেষে মিক্সড জোনে মিডিয়াকে সোহান বাংলাদেশের হারের অন্যতম কারণ হিসেবে ফেক ফিল্ডিংয়ের কথা উল্লেখ করেন। তারপরই সোশ্যাল মিডিয়ায় দুই দেশের ভক্তরা বিভক্ত হয়ে পড়ে। অনেকের মতে, কোহলির ওই ফেক ফিল্ডিংয়ের কারণে আইসিসির আইন অনুযায়ী ৫ রান পেতো বাংলাদেশ।

বিতর্কের ঝড় ওঠায় ভোগলে ব্যাখ্যা করলেন, ভারতকে ৫ রান শাস্তি দেওয়ার আগে বিষয়টি আম্পায়ারকে দেখতে হতো, তারপর মূল্যায়ন করে সিদ্ধান্ত নিতে হতো। তিনি বলেছেন, ‘ফেক ফিল্ডিংয়ের ঘটনায় সত্যিটা হচ্ছে কেউ সেটা দেখেনি। আম্পায়াররা দেখতে পায়নি, ব্যাটসম্যানরাও নয় এবং আমরাও না। ৪১.৫ আইন অনুযায়ী ফেক ফিল্ডিংয়ের শাস্তি আছে কিন্তু কেউ তো দেখেনি। তাহলে কী করবেন!’

তিনি আরও বলেছেন, ‘আমি মনে করি না মাঠ ভেজা থাকার ব্যাপারে কেউ অভিযোগ করতে পারে। সাকিব ঠিক ছিল যখন সে বলেছিল ব্যাটিং দলের পক্ষে যাবে এটি। শেষ পর্যন্ত আম্পায়ার ও  কিউরেটররা চেষ্টা করে ম্যাচ চালিয়ে নেওয়ার। এবং তারা খুব ভালোভাবে সামাল দিয়েছে, কম সময়ই নষ্ট হয়েছে। ’

বাংলাদেশি ভক্তদের উদ্দেশ্যে তিনি বললেন, ‘সুতরাং আমার বাংলাদেশের বন্ধুরা, দয়া করে লক্ষ্য পূরণ না হওয়ার জন্য ফেক ফিল্ডিং বা ভেজা মাঠকে কারণ হিসেবে দেখবেন না। ব্যাটসম্যানদের একজন যদি শেষ পর্যন্ত থাকতো, তাহলে হয়তো বাংলাদেশ জিততে পারতো। আমরা যখন অজুহাত খুঁজতে থাকি, তখন উন্নতি করতে পারি না। ’

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।