ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

২৫ নভেম্বর বাংলাদেশে আসছে ভারত ‘এ’ দল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২২
২৫ নভেম্বর বাংলাদেশে আসছে ভারত ‘এ’ দল

ডিসেম্বরের শুরুতে দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে ভারত। জাতীয় দলের এই সফরের আগে আসছে দেশটির ‘এ’ দল।

শুরুতে ঢাকায় তিন ওয়ানডের পর চট্টগ্রামে হবে প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট খেলতে আবার ঢাকায় ফিরবে দুই দল।  

১৪ ডিসেম্বর প্রথম টেস্ট খেলবে ভারত-বাংলাদেশ। এর আগেই দুটি চারদিনের ম্যাচ খেলবে ‘এ’ দল। বিসিবি সূত্রে জানা গেছে, প্রথম ম্যাচটি হবে ২৯ নভেম্বর কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।  

আর দ্বিতীয় চারদিনের ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ০৫ ডিসেম্বর থেকে। এই সিরিজকে ভারতের ক্রিকেটারদের জন্য ‘টেস্ট দলে ঢুকার সুযোগ’ হিসেবে দেখছে দেশটির ক্রিকেট বোর্ড। এতে থাকবেন টেস্ট দলে থাকা দুয়েকজন ক্রিকেটারও।  
 
ভারতের আসা নিয়ে আজ বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘ভারতের এ দলের আসা নিয়ে সিরিজের আগে ভারতের ‘এ’ দল বাংলাদেশ সফর করবে। ভারতের জন্য যে চাহিদা, অন্য আন্তর্জাতিক দলের বেলাতেও তা থাকে। আমরা সেরকম পরিকল্পনা করেই এসব বাস্তবায়ন করি। সেভাবে আমাদের কাজগুলো চলছে। ’ 

বাংলাদেশ সময় : ২১২৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।