ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

তিন উইকেট হারিয়ে চাপে ভারত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
তিন উইকেট হারিয়ে চাপে ভারত

শুরুতেই ফিরে গেলেন লোকেশ রাহুল। এরপর বিরাট কোহলি ও রোহিত শর্মা মিলে দলকে এগিয়ে নিচ্ছিলেন।

যদিও রান তোলার গতি ছিল ধীর। এর মধ্যেই ফিরে গেছেন রোহিতও। দুই উইকেট হারিয়ে বিপদে আছে ভারত।  

বৃহস্পতিবার অ্যাডিলেইড ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। টস হেরে ব্যাট করতে হয় রোহিত শর্মার দলকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৭৭ রান করেছে ভারত।  

ইনিংসের দ্বিতীয় ওভারে এসে প্রথম উইকেট হারায় ভারত। ৫ বলে ৫ রান করে ক্রিস উকসের বলে উইকেটের পেছনে জশ বাটলারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান উদ্বোধনী ব্যাটার লোকেশ রাহুল।  

এরপর রোহিতের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন কোহলি। ক্রিস জর্ডানের বলে ডিপ মিডউইকেটে দারুণ ক্যাচ ধরেন শ্যাম কারান। ২৮ বলে ২৭ রান করে ফেরেন রোহিত শর্মা। এরপর আউট হয়ে গেছেন সূর্য কুমার যাদবও।  

বাংলাদেশ সময় : ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।