ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তিন ম্যাচ হারের পর জিতল সাকিবের দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
তিন ম্যাচ হারের পর জিতল সাকিবের দল

টানা তিন ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বাংলা টাইগার্সের। অবশেষে দিল্লি বুলসকে হারিয়ে তারা পেয়েছে জয়ের দেখা।

ব্যাট হাতে নামার সুযোগ পাননি, বল হাতে এক ওভার করে দলটির অধিনায়ক সাকিব আল হাসান দিয়েছেন ৮ রান।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টি-টেন লিগের ম্যাচে আগে ব্যাট করে বাংলা টাইগার্স ১৩৩ রান করে। লক্ষ্য তাড়ায় নেমে দিল্লি বুলস ১২১ রানের বেশি করতে পারেনি। ১২ রানের জয় পায় সাকিবের দল।

শুরুতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারান হযরতউল্লাহ জাজাই। তিনি করেন ৯ রান। আরেক ওপেনার জো ক্লার্কের ব্যাট থেকে আসে ১০ বলে ২৫।

এরপর কলিন মুনরোকে নিয়ে ইফতিখার আহমেদ অসাধারণ এক ইনিংস খেলেন। ৩০ বল খেলে ৮ ছক্কা ও ৫ চারে ইফতিখার করেন ৮৩ রান। তাকে সঙ্গ দিয়ে মুনরো ১৪ বলে করেন ১৩। নির্ধারিত ১০ ওভারে দুই উইকেটের বেশি হারায়নি টাইগার্স।

লক্ষ্য তাড়ায় নামা দিল্লির পক্ষে টিম ডেভিড শেষদিকে ২০ বলে ৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেও দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।