ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে আগুনে পুড়লো ৫ বসতঘর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
বোয়ালখালীতে আগুনে পুড়লো ৫ বসতঘর  ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে চুলার আগুনে পুড়ে গেছে ৫ বসতঘর। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সবকিছু হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।

বুধবার (৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বুড়া মসজিদ সংলগ্ন নূরুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক নূরুল ইসলাম বাংলানিউজকে বলেন, হঠাৎ করে আগুন লাগার খবর পাই।

অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারিনি। পরে ফায়ার সার্ভিস এসেও আগুন নিয়ন্ত্রণে নিতে পারেনি। ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।  

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মংচিনু মারমা বাংলানিউজকে বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে নূরুল ইসলামের বাড়ি থেকে আগুন সবদিকে ছড়িয়ে পড়ে। এতে আরও ৪টি বসতঘর পুড়ে যায়।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।