ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু সীতাকুণ্ডে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু সীতাকুণ্ডে প্রতীকী ছবি

চট্টগ্রাম: সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মারা গেছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মুরাদপুর, পৌর সদরের ঈদিলপুর এলাকায় মর্মান্তিক এ ঘটনাগুলো ঘটেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, পানিতে ডুবে মারা গেছে পৌর সদরের দক্ষিণ ঈদিলপুর এলাকার সজীব কুমার দাসের ছেলে ইশান কুমার দাস (২), সৈয়দপুর ইউনিয়নের মহানগর এলাকার জাহিদ হোসেনের ছেলে আবরান (২)। এ ছাড়া মুরাদপুর ইউনিয়নের পূর্ব মুরাদপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মো. সোহেলও (৪৪) পানিতে ডুবে মারা গেছেন।

তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন।  

দুপুরে বাড়ির উঠানে খেলার সময় পুকুরে পড়ে যায় ঈশান। এরপর তাকে দেখতে না পেয়ে তার মা ও পরিবারের লোকজন খুঁজতে থাকেন। একপর্যায়ে পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সকালে বাড়ির উঠোনে খেলার সময় পুকুরে পড়ে যায় আবরান। কিছুক্ষণ পর বাড়ির লোকজন তার মরদেহ ভাসতে দেখেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে যান শারীরিক প্রতিবন্ধী সোহেল। মরদেহ পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ খবর ছড়িয়ে পড়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্তানদের সাঁতার শেখানো এবং শিশুদের পুকুরে পড়া রোধে ঘেরা, বেড়া দেওয়া ও খেলার সময় শিশুকে চোখে চোখে রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন সচেতন মহল।   

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।