চট্টগ্রাম: সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রামে মানুষের বিনোদনের তেমন কোনো জায়গা নেই, ভালো কোনো পার্ক নেই। শুধু ফুল উৎসব নয় মানুষ যেন সারা বছর এই ডিসি পার্কে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরের পোর্ট লিংক রোড সংলগ্ন ডিসি পার্কে ফুল উৎসবের সপ্তম দিনে আয়োজিত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, চট্টগ্রামের মানুষের জন্য এ রকম একটা সুন্দর পরিবেশের সৃষ্টি করায় চট্টগ্রাম জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব বলেন, চট্টগ্রামে এ ধরনের আয়োজন দেখে আমরা অভিভূত। শুধু এই পার্ক নয় সমগ্র চট্টগ্রামকে একটি পর্যটন হাব হিসেবে গড়ে তুলতে সরকারের সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক বলেন, এই পার্ককে শুধু চট্টগ্রামের নয়, আশেপাশের জেলার সর্বস্তরের মানুষের বিনোদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা মাস্টারপ্ল্যান হাতে নিয়েছি। অচিরেই চট্টগ্রামের সকল মানুষের মূল বিনোদন কেন্দ্র হবে এই পার্ক।
পরে বাশঁখালী শিল্পকলা একাডেমির ৩০ জন শিল্পীর অংশগ্রহণে জমকালো এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
বিই/পিডি/টিসি