ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাদকের কারবার: এক মাসে গ্রেফতার ১০৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
মাদকের কারবার: এক মাসে গ্রেফতার ১০৩

চট্টগ্রাম: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো গত ফেব্রুয়ারি মাসে অভিযান চালিয়ে ১০৩ জনকে গ্রেফতার ও ৬১ হাজার ৫১০ পিস ইয়াবা জব্দ করেছে।  

বুধবার (১ মার্চ) বিকেলে বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল।

 

তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে দেশব্যাপী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো কার্যালয় মোট ৩৮৭টি অভিযান চালিয়ে ১০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

৯৯টি মামলায় ৬১ হাজার ৫১০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় ৬ কেজি ৬৫৫ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচাররোধে মাদকবিরোধী এই অভিযান ভবিষ্যেতেও অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।