চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান বলেছেন, আওয়ামীলীগ সরকার ভোটারবিহীন প্রহসনের আরেকটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার ধারাবাহিকতা রক্ষা করার জন্য নীল নকশা প্রণয়ন করেছে। নির্বাচন কমিশন কর্তৃক কখনো ব্যালটে আবার কখনো ইভিএমে ভোটের ঘোষণা দিচ্ছে।
শনিবার (৮ এপ্রিল) বিকাল ৩টায় নগরের পাহাড়তলী সাগরিকা স্কয়ারের সামনে বিএনপির উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচীতে তিনি এ কথা বলেন।
নোমান বলেন, দেশে দুর্নীতির মহোৎসব চলছে। সরকারের মন্ত্রী, এমপি ও সুবিধা-ভোগীরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। সরকার দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশটাকে ফোকলা বানিয়ে ফেলেছে। দুর্নীতিবাজরা এখন পালানোর পরিকল্পনা করছে। অনেক মন্ত্রী, এমপি ইতোমধ্যে লাল পাসপোর্ট স্যারেন্ডার করেছে, আরো অনেকে করবে।
পাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন জিয়ার সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসুল আলম, অ্যাডভোকেট মফিজুল হক ভূইয়া, কেন্দ্রীয় শ্রমিকদলের সাংগাঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দীন, সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি খাজা আলা উদ্দিন, সাধারণ সম্পাদক আশরাফ খান, দক্ষিণ কাট্টলী ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল্লাহ, মহানগর যুবদল নেতা ফজলুল হক সুমন, নুর আহমেদ গুড্ডু, কুতুব উদ্দীন, রাজু খান, স্বেচ্ছাসেবক দলনেতা আনিসুজ্জামান পাটোয়ারী টুটুল, নুর সেলিম বাংগালী, মঞ্জুর আলম ও সৈয়দ আলমগীর প্রমুখ।
এছাড়া হালিশহর ওয়াপদা মোড়ে হালিশহর থানা বিএনপি আয়োজিত পৃথক অবস্থান কর্মসূচীতে আবদুল্লাহ আল নোমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। হালিশহর থানা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন ডিপটির সভাপতিত্বে কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা কাজী বেলাল, থানা ও ওয়ার্ড বিএনপির নেতবৃন্দ।
এদিকে সদরঘাট থানা বিএনপির অবস্থান কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম বলেছেন, আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা সুষ্ঠু নির্বাচনকে ভয় পায়। ২০১৪ সালে ভোটই হয়নি ১৫৩টি আসনে নির্বাচিত ঘোষণা হয়ে গেল। ২০১৮ সালে ভোট আগের রাত্রে হয়ে গেছে, আর আওয়ামী লীগ জোর করে সরকারে বসে গেছে। ঢাকার বঙ্গবাজার পুড়ে গেছে। দেশের বিভিন্ন জায়গায় দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। কিন্তু এই সরকারের এসব ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। আসলে আওয়ামী লীগের এখন দেয়ার কিছু নাই।
সদরঘাট থানা বিএনপির সভাপতি হাজী মো. সালাউদ্দীনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক কায়সার হোসেন বাবুর পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য জয়নাল আবেদিন জিয়া, মহানগর বিএনপি নেতা মশিউল আলম স্বপন, মো. আলী, কেন্দ্রীয় যুবদলের সদস্য সাইফুর রহমান চৌধুরী শপথ ও মহানগর মহিলাদলের যুগ্ম সম্পাদক কামরুন্নাহার লিজা প্রমুখ।
একই কর্মসূচীতে কোতোয়ালী থানার অবস্থান কর্মসীচিতে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, দেশ এখন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে সাধারন মানুষ দিশেহারা। সাধারন মানুষ খেতে পাচ্ছে না, কাজ নেই, চাকরি নেই। আর এ কথা মানুষ বলতে পারবে না। গণমাধ্যমের স্বাধীনতা নাই। অবৈধ সরকারের বিরুদ্ধে গেলেই ডিজিটাল নিরাপত্তা নামক কালো আইনে মামলা ও গ্রেফতার করা হচ্ছে।
কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমানের সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আলি মর্তুজা খানের পরিচালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল মন্নান, সদস্য হারুন জামান, আহমেদুল আলম চৌধুরী রাসেল, এতে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাধারন সম্পাদক মোহাম্মদ শাহেদ, মহিলা দলের সাধারন সম্পাদক জেলী চৌধুরী, ন
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
এমআই/এমআর/টিসি