চট্টগ্রাম: একটি প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি হলো সেই প্রতিষ্ঠানের কর্মী। তাই কর্মীদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং সুস্বাস্থ্য নিশ্চিতকল্পে যাবতীয় সহযোগিতা প্রদান করতে আধুনিক প্রতিষ্ঠানসমূহ বদ্ধপরিকর।
তারই ধারাবাহিকতায় শনিবার (৮ এপ্রিল) রেনকন গ্রুপ এবং অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল এর মধ্যে একটি বিশেষায়িত স্বাস্থ্যসেবার সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে রেনকন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান র্যাংকস এফসি প্রপারটিজ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অ্যাক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর শাহরিয়ার রিমন ও মানবসম্পদ ব্যবস্থাপক রঞ্জিত দে উপস্থিত ছিলেন।
অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল এর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আনন্দ এন রাও এবং ম্যানেজার (অ্যাকাউন্ট) এবং করপোরেট অ্যাফেয়ার ব্যবস্থাপক রুবেন চৌধুরী, বিজনেস ডেভেলপমেন্ট সিনিয়র অ্যাক্সিকিউটিভ সাইমা চৌধুরী উপস্থিত ছিলেন।
এই স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে রেনকন গ্রুপের সকল কর্মকর্তা এবং কর্মচারীরা অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল হতে বিশেষায়িত স্বাস্থ্যসেবা গ্রহণ করার সুযোগ পাবেন। এছাড়াও রেনকন গ্রুপের সকল কর্মীদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল বিশেষজ্ঞ চিকিৎসকদের সাহায্যে বিভিন্ন সেমিনারের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক কাউন্সিলিং প্রদান করার ব্যাপারে সম্মতি প্রদান করেন।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৩
এসি/টিসি