চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: আর মাত্র পাঁচদিন পরেই (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ-১৪৩০ শুরু। বর্ষবরণ উপলক্ষে বিগত বছরগুলোতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটে নানান আয়োজন থাকলেও এবার ইনস্টিটিউটের পক্ষ থেকে কোনও উদ্যোগ নেওয়া হয়নি।
চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে আন্দোলনের পর সংস্কার কাজ চলমান থাকায় দুই মাস ধরে বন্ধ রাখা হয়েছে ইনস্টিটিউটের মূল ক্যাম্পাস। তাই এবার পহেলা বৈশাখ পালন না করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, এমনটাই জানিয়েছেন শিক্ষার্থীরা।
এদিকে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. শহিদ বাংলানিউজকে বলেন, এবার ইনস্টিটিউটের পক্ষ থেকে বর্ষবরণের আয়োজন করা হচ্ছে না। চারুকলা বন্ধ থাকায় শিক্ষার্থীদের সেখানে প্রবেশ নিষেধ। আমরা অনুমতি চেয়েছিলাম আয়োজনের জন্য, তবে সেটা দেওয়া হয়নি। তাই ফটকের বাইরেই শিক্ষার্থীদের উদ্যোগে স্বল্প পরিসরে প্রস্তুতি চলছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, শিক্ষার্থীরা এসেছিল অনুমতির জন্য। আমি তাদেরকে ইনস্টিটিউটের পরিচালকের মাধ্যমে আসতে বলেছিলাম। তবে পরে তারা আর যোগাযোগ করেনি। চারুকলা ইনস্টিটিউট বর্তমানে বন্ধ থাকায় তারা আয়োজন করছে না। তবে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক শোভাযাত্রা ও দেশীয় খেলাধুলার আয়োজন করা হবে।
এর আগে ২০২২ সালের ২ নভেম্বর ২২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ও ক্লাসবর্জন করেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে আন্দোলন মূল ক্যাম্পাসে ফেরার এক দফা দাবিতে রূপ নেয়। চলমান আন্দোলনের মধ্যেই গত ২ ফেব্রুয়ারি সংস্কার কাজের জন্য চারুকলা ক্যাম্পাস ও হোস্টেল এক মাসের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর আরও দুই দফায় বাড়ানো হয় চারুকলা বন্ধের মেয়াদ।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৩
এমএ/টিসি