চট্টগ্রাম: চট্টগ্রামের পর এবার ঢাকায় কার্যক্রম শুরু করেছে আবাসন নির্মাণ প্রতিষ্ঠান সিপিডিএল। রাজধানীর বারিধারার পূর্ব ভাটারায় ৫২ কাঠা জমিতে নির্মাণ হচ্ছে সিপিডিএল এর নতুন প্রকল্প ‘রুবিকন সিটি’।
শনিবার (৮ এপ্রিল) এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির নির্মাণকাজ উদ্বোধন হয়। এ আয়োজনে উপস্থিত ছিলেন ভূমি মালিক মৃধা নজরুল ইসলাম এবং স্থানীয় জনপ্রতিনিধি সফিক ইসলাম বাসেত।
দেশের আবাসন শিল্পে সম্পূর্ণ নতুন ও ভিন্নমাত্রার প্রকল্প গড়ার প্রত্যয় নিয়ে এই দৃষ্টিনন্দন স্থাপনাটির নির্মাণ পরিকল্পনা করা হয়েছে।
সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সিপিডিএল’র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন বক্তব্য রাখেন। এতে প্রকল্পের নির্মাণশৈলি, সকল প্রকার সুযোগ সুবিধার পাশাপাশি যৌক্তিক ও গ্রহণযোগ্য বিন্যস্ততা এবং সর্বোপরি আবাসন শিল্পে সিপিডিএল রুবিকন সিটি’কে একটি ল্যান্ডমার্ক প্রকল্প হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৩
এমআর/টিসি