চট্টগ্রাম: পবিত্র রমজানে ঈদে কেনাকাটার জন্য নগরবাসী বেছে নেন রাতের সময়টুকু। এজন্য যত রাত বাড়ে তত ক্রেতাদের ভিড়ে সরগরম হয়ে ওঠে নগরের বিপণি বিতানগুলো।
রাতের এত শোরগোলেও আবার কোথাও যেন নিস্তব্ধতা।
নিউমার্কেট থেকে তিনপোলের মাথার দিকে আসলে আবার উল্টো চিত্র। এখানে আড়তগুলোতে ট্রাকে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে সবজি, চালসহ বিভিন্ন নিত্যপণ্য। আর পণ্যগুলো আড়তে নিতে শ্রমিক-ব্যবসায়ীদের রাজ্যের ব্যস্ততা।
দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দরে দিনরাত ২৪ ঘণ্টা লেগে থাকে কর্মব্যস্ততা। পুরো বছরজুড়ে এ ব্যস্ততায় ভাটা পড়ে না।
বাংলাদেশ সময়: ০৪৩৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এসএস/পিডি/টিসি