ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আলোকচিত্রে রাতের বন্দরনগরী 

সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
আলোকচিত্রে রাতের বন্দরনগরী 

চট্টগ্রাম: পবিত্র রমজানে ঈদে কেনাকাটার জন্য নগরবাসী বেছে নেন রাতের সময়টুকু। এজন্য যত রাত বাড়ে তত ক্রেতাদের ভিড়ে সরগরম হয়ে ওঠে নগরের বিপণি বিতানগুলো।

আলোকসজ্জায় বিপণি বিতানগুলো হয়ে ওঠে আরো জমকালো।

রাতের এত শোরগোলেও আবার কোথাও যেন নিস্তব্ধতা।

শপিং মলে যখন বিত্তবানতে আনাগোনা তখন রেল স্টেশনে ছিন্নমূলদের অসহায় রাত্রি যাপন। তাদের জীবন যেন ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি’।  

নিউমার্কেট থেকে তিনপোলের মাথার দিকে আসলে আবার উল্টো চিত্র। এখানে আড়তগুলোতে ট্রাকে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে সবজি, চালসহ বিভিন্ন নিত্যপণ্য। আর পণ্যগুলো আড়তে নিতে শ্রমিক-ব্যবসায়ীদের রাজ্যের ব্যস্ততা।

দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দরে দিনরাত ২৪ ঘণ্টা লেগে থাকে কর্মব্যস্ততা। পুরো বছরজুড়ে এ ব্যস্ততায় ভাটা পড়ে না।

বাংলাদেশ সময়: ০৪৩৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এসএস/পিডি/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।